ইটিআইয়ের মহাপরিচালক হলেন আসাদুজ্জামান

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবলায়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামানকে ইটিআইয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার যাত্রা শুরু ১৯৯৫ সালে। এটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে সংশিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী- বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আসছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

হেফাজতে মৃত্যু মারাত্মক অপরাধ: মানবাধিকার কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *