পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান নামক এলাকায় পুলিশের গাড়িতে এক ভয়াবহ বোমা হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবার স্থানীয় সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই সংবাদমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোতজাই বলেন, ‘বেলুচিস্তান কনস্ট্যাবুলারির পুলিশ ভ্যানটি সিবি থেকে কোয়েটা ফিরছিল। পথে সিবি এবং কাছির সীমান্তবর্তী এলাকায় কামব্রি ব্রিজের কাছে গাড়িটি বিস্ফোরণের শিকার হয়।’

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে। আহতদের সিবি বেসামরিক হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট এবং নিরাপত্তা কর্মকর্তারা। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি চলছে।

বেলুচিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের কোয়েটায় নিয়ে আসতে একটি সরকারি হেলিকপ্টার বোলানে পাঠানো হয়েছে। কোয়েটার হাসপাতালগুলোতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হচ্ছে প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ, যেটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা দেয়।

More From Author

গোলগুলো বুঝি সব লিভারপুলের মাঠেই করে এসেছিল মাদ্রিদ

পর্দায় আসছে না বলা গল্পের ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *