মেট্রোর মিরপুর-১০ স্টেশন চালু

মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হয়েছে। পঞ্চম স্টেশন হিসেবে বুধবার সকাল সাড়ে ৮টায় মিরপুর-১০ নম্বর স্টেশনটি যাত্রী চলাচলের জন্য চালু করা হয়। এর আগে চালু হওয়া উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হলেও কোনো স্টেশন জনবহুল এলাকায় ছিল না।

এর আগে ৮টা থেকে স্টেশনটি যাত্রীদের জন্যে উন্মুক্ত করে দেয়া হলেও যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের মধ্যে বাকি চার স্টেশনও খুলে দেয়া হবে। মিরপুর-১০ স্টেশনে চাপ হবে জেনেই পরিকল্পনা অনুযায়ী জনবল প্রস্তুত রাখা হয়েছে। কোনো ঘাটতি নেই।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

দেশের প্রথম মেট্রোরেলটি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

More From Author

বাংলাদেশ অনড় কয়লার বাড়তি দাম না দিতে

এক চার্জে চলবে ২১৩ কিমি- বাজারে এলো টাটা ইলেকট্রিক কার, জানিয়ে দিলো দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *