বিদায় আগেই নিশ্চিত ছিল। আগ্রহ ছিল, সান্ত্বনার জয় নিয়ে ফিরতে পারে কি না বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৪ ম্যাচেই হারল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৩ রান করেছিল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩০ রান করেছেন। সোবহানা করেছেন ২৭ রান।
জবাবে অন্য কাউকে ব্যাট করার সুযোগ দেননি দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ১৭.৫ ওভার দীর্ঘ জুটিতে ১১৭ রান তুলে অপরাজিত ছিলেন লরা ভলভার্ট (৬৬*)ও তাজমিন ব্রিটস (৫০*)। দুবার স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ।