নিজেদের ভূখণ্ডে ইউক্রেন পারমাণবিক অঘটনের পরিকল্পনা করছে। ইউক্রেনের সঙ্গে জাতিসংঘের একটি গুরত্বপূর্ণ বৈঠকের আগে কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রাশিয়া এই অভিযোগ তুলেছে। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি ইউরোপীয় দেশ থেকে ইউক্রেনে তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে। কিয়েভ বড় ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের বিপজ্জনক তেজস্ক্রিয় স্থাপনায় হামলা করা হবে। আর এই নির্বিচার হামলায় দোষ চাপানো হবে রাশিয়ার সেনাবাহিনীর ওপর।রাশিয়া এর আগেও অভিযোগ করেছিল, ইউক্রেন ‘ফলস ফ্লাগ’ (নিজেরা হামলা করে অন্যের ওপর দোষ চাপানো) হামলার নাটক সাজাচ্ছে। তারা জীবানু কিংবা তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করে রাশিয়াকে দোষারোপ করবে। যদিও এখন পর্যন্ত তেমন কোনো হামলা হয়নি।
ইউক্রেন এবং তার মিত্ররা রাশিয়ার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, মস্কো নিজেই এমন হামলা করতে যাচ্ছে। অপরাধ থেকে বাঁচতে অগ্রীম ইউক্রেনকে দোষারোপ