অনলাইন সাইটে আই ফোন অর্ডার করে দিয়েছিলেন৷ কিন্তু তা কেনার জন্য টাকা ছিল না৷ তাই আই ফোন হাতাতে ডেলিভারি বয়কেই খুন করে দিল কর্ণাটকের বাসিন্দা এক যুবক!
ইতিমধ্যেই এই খুনের ঘটনায় একটি ভিডিও সামনে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে, নিজের স্কুটারে চাপিয়ে একটি বস্তায় ভরে ওই ডেলিভারি বয়ের দেহ নিয়ে যাচ্ছে অভিযুক্ত৷
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়৷ জানা গিয়েছে, অভিযুক্তের নাম হেমন্ত দত্ত৷ আর নিহত ডেলিভারি বয়ের নাম হেমন্ত নায়েক৷ জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি বেসরকারি সংস্থার ওই ডেলিভারি বয় আই ফোন ডেলিভারির জন্য হেমন্ত দত্তের বাড়িতে পৌঁছন৷ অভিযোগ, তখনই তাঁকে একাধিক কোপান অভিযুক্ত৷ যার জেরে মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের৷
এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, খুন করার পর ওই ডেলিভারি বয়ের দেহ বস্তায় ভরে তিন দিন নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিল অভিযুক্ত৷ এর পরে রাতের অন্ধকারে একটি রেল লাইনের কাছে দেহটি নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় সে৷ দেহ পোড়ানোর জন্য পেট্রোলও কিনেছিল অভিযুক্ত৷
নিহতের ভাই মঞ্জু নায়েক পুলিশে নিখোঁজ ডায়েরি করেন৷ এর পরেই তদন্ত শুরু করে ঘটনার কথা জানতে পারে পুলিশ৷
ডেলিভারি বয়ের দেহ স্কুটারে করে রেল লাইনের দিকে যখন নিয়ে যাচ্ছিল অভিযুক্ত, তখনই সেই ছবি সিসিটিভি-তে ধরা পড়ে৷ এর ঠিক দু’ দিন আগে পেট্রোল পাম্প থেকে তেলও কিনেছিল সে৷ সেই ছবিও ক্যামেরা বন্দি হয়৷