জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বুধবার রাতে তাকে পৌর শহরের আদর্শপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রানু শফি (৫৬) জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট আদর্শপাড়া মহল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ রানু শফি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।