চমক থাকছে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে

প্রস্তুত বিপিএলের নবম আসরের ফাইনালের মঞ্চ। শুরুটা সাদামাটা হলেও শেষটা জমকালো আয়োজনে করতে চায় বিসিবি। তাইতো ফাইনালের আগে বৃহস্পতিবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চ মাতাতে দেখা যাবে নগরবাউল, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা ব্যান্ড সহ আরো অনেককে।

২০২৩ বিপিএলের ফাইনালের জন্য প্রস্তুত মঞ্চ। দর্শকদের জন্য থাকছে জমকালো আয়োজন। ফাইনালের লড়াই শুরুর আগে মিরপুর হোম অব ক্রিকেটে সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করবে জেমসের নগর বাউল, ওয়ারফেজ, মাকসুদ ও’ ঢাকা ব্যান্ড। সাথে বিম শো আর আতশবাজি।

আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুর শেরে-ই-বাংলায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স।এর আগে থাকছে দর্শকদের জন্য ধামাকা। এদিন স্টেডিয়ামের গেট খুলবে দুপুর ১টায়, কনসার্ট শুরু ৩টায়। চলবে বিকেল ৫ টা ৪০ পর্যন্ত। এর ২০ মিনিট পর টস করতে নামবে দুই অধিনায়ক।

এর আগে, ফাইনালের একদিন পূর্বে কুমিল্লা-সিলেট দুই দলের অধিনায়কের মেট্রোরেলে ফটোসেশন বাড়িয়েছে উন্মাদনার পারদ।

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেফতার ১

আড়াই লাখ কোটি টাকার শুল্ক–কর অব্যাহতি কারা পাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *