গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি বৈরাগীরচালা গ্রামের হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম আরিফুল ইসলাম (২১)। তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। তিনি ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হ্যামস্ গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। চাপা পড়েন ঢালাই কাজে থাকা বেশ কয়েকজন নির্মাণশ্রমিক।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, ছাদ ধসে পড়ার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত আরিফুলসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মামুন নামে একজন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, কারখানার নির্মাণ ঠিকাদারের দায়িত্বে ছিল সারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা বলেন, ‘ভবন নির্মাণের সময় ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন। কেউ নিখোঁজ আছে কি না আমরা খোঁজ নিচ্ছি।’

জুনে বাংলাদেশে আসছে মেসিরা, দাবি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেফতার ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *