আনন্দবাজার জানায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আট বছর আগে প্রেম করে স্ত্রী মামনিকে বিয়ে করেন একই এলাকায় সবুজ সংঘের বাসিন্দা অজিত চৌধুরী।
৭ বছরের একটি সন্তানও রয়েছে তাদের। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস্ ডে উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা চান পশ্চিম অজিতের স্ত্রী মামনি। বারবার চাওয়া সত্ত্বেও সেই টাকা না পাওয়ায় কাচের গ্লাস ছুড়ে আজ মঙ্গলবার স্বামীর মাথা ফাটিয়ে দেন স্ত্রী।
প্রতিবেশীরা স্বামী অজিতের চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অজিতের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। পরে মামনির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অজিত।
অভিযোগে অজিত উল্লেখ করেছেন, এই ঘটনার সঙ্গে বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত। অভিযোগে অজিত আরও জানান, বিয়ের পর থেকে স্ত্রী প্রায়ই তাকে মারধর করেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।