ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

ফরিদপুরে স্ত্রী মমতাজ বেগম (২৮) হত্যা মামলায় স্বামী সুমন শেখকে (৩৩) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনাকালে আসামি সুমন শেখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় বিগত ২০১৮ সালের ১৫ আগষ্ট রাতে ঘুমন্ত থাকা স্ত্রী মমতাজ বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে বেঁধে রেখে পালিয়ে যায় স্বামী সুমন শেখ। এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আসামীর স্বীকারোক্তি জবানবন্দিতে বিজ্ঞ আদালত সুমন শেখকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে দন্ডপ্রাপ্ত আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে আদালত সূত্রে জানা গেছে। 

মৃত্যুর মতো এত স্নিগ্ধ-সুন্দর কিছু নেই

বইমেলায় আসছে ফারুক আহমেদের দুই বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *