গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে একাধিক রকেট হামলা চালানো হয়। খবর এনডিটিভির।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের ভূগর্ভস্থ রকেট তৈরির কারখানা লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। দখলদার বাহিনীর দাবি, গত কয়েক সপ্তাহ ধরেই গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে হামাস। এরই জেরে হামাসের রকেট কারখানা ধ্বংসের লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে দাবি তাদের।
২০০৭ সালে গাজার দখল নেয় হামাস। এরপর থেকেই ইসরায়েলের সাথে চলছে হামলা-পাল্টা হামলা। এতে প্রাণহানির সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত।