বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এ বৈঠকে যোগ দিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

তিনি এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণের পর ঢাকায় এটিই হবে বিনয় মোহন কোয়াত্রার প্রথম দ্বিপক্ষীয় সফর।

এর আগে তিনি গত বছর এপ্রিলে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছিলেন।
 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) অনুষ্ঠিত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *