গাইবান্ধার পলাশবাড়িতে বাস, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের বেতকাপা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোলভাঙ্গার নড়াইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন ও একই উপজেলার ঠুঠিয়াপুকুর এলাকার বাসিন্দা শান্ত।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রিমি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাইবান্ধা আসছিল। এ সময় রাস্তার পাশ থেকে হঠাৎ একটি ট্রাক্টর রাস্তায় উঠে এলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধার দিকে থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একযাত্রী ও হাসপাতাল নিয়ে আসার পথে ট্রাক্টরের হেলপার নিহত হয়। আহত হয় ৭ জন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।