বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার প্রয়োজনে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানা গেছে। তার স্ত্রী রাহাত আরা বেগমও শারীরিক চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন।

মির্জা ফখরুল জানান, ‘আমরা দুজনই অসুস্থ। বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যাওয়ার। কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, যাচ্ছি।’

কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হসপিটালে চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তারা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

মির্জা ফখরুল দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

More From Author

বাংলাদেশের কাছে শীতের কাপড়, ওষুধ, খাবার সহায়তা চেয়েছে তুরস্ক

এইচএসসি তে দুই বোনের কৃতিত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *