হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এক মাওলানার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপহারের গাড়ি নিতে মঙ্গলবার চুনারুঘাট আসেন মিডিয়ায় আলোচিত কন্টেন্ট মেকার ও গত সংসদ উপ-নির্বাচনে দুই আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।
প্রতিশ্রুতি অনুযায়ী মাওলানা নিজের সাড়ে ছয় লক্ষ টাকা মুল্যের নোহা গাড়ি উপহার দেন হিরো আলম কে। উপহার পেয়ে আনন্দে আত্মহারা হন হিরো আলম। গাড়ি নিয়ে ছুটে চলেন অভার স্পীডে। বেরসিক হাইওয়ে পুলিশ হিরো আলমের এ আনন্দে বাধ সাধেন। স্পীড গানের আওতায় অভার স্পিড ধরা পড়ায় মামলা টুকে দেন হাইওয়ে পুলিশ। পুলিশের মামলায় হিরো আলমকে জরিমানা গুনতে হয় প্রায় আড়াই হাজার টাকা।
পথচারীরা ও মজা করতে ছাড়েনি। বলতে শুনা যায়, অন্যের কেনা গাড়ি পেলে যা হয় আর কি?
এ ব্যাপারে জানতে চাইলে হিরো আলম কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম বলেন, অধিক গতিতে গাড়ি চালানোর অপরাধে হিরো আলমের ড্রাইভার কে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।