ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবি

সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এক রাতে ১২টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৫টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংস্কৃতিক ফেডারেশনগুলোর যৌথ বিবৃতির কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এক রাতে ১২টি প্রতিমা ধ্বংসের ঘটনা যে সুপরিকল্পিত চক্রান্ত এবং সমাজের সম্প্রীতি নষ্টের জন্য দেশবিরোধী চক্রের কারসাজি, তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমরা শক্ত হাতে এই অপরাধী চক্রের ঘৃণ্য অপতৎপরতা দমনের জোর দাবি জানাচ্ছি। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সেই যোগ্যতা ও দক্ষতা রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা ও শৈথিল্য জাতি বরদাশত করবে না। এক ধর্মের উপাসনালয়ে আঘাত সব ধর্মের অবমাননা। আমরা স্থানীয় জনগণসহ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ দ্বারা বাংলাদেশের সম্প্রীতি কলুষিত করার সব ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।’

আরও পড়ুন: গমক্ষেতে পড়ে ছিল নিখোঁজ তরুণীর মরদেহ

বিবৃতি দেয়া ফেডারেশনগুলো হলো: সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

More From Author

মৃত্যুপুরী তুরস্কে আবারও শক্তিশালী ভূমিকম্প

৪৩০০ ছাড়াল ভূমিকম্পে নিহতের সংখ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *