ভ্যাট ও ট্যাক্স বাড়ানোর বিকল্প নেই। কাজটি অপ্রিয় হলেও সাবধানে করতে হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর কর্মকর্তাদের জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (৫ ফেব্রুয়ারি) এনবিআরের উদ্যোগে বিআইসিসিতে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৩ এর সেমিনারে এসব বলেন বাণিজ্যমন্ত্রী। এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেন, ভ্যাট আদায় বাড়াতে সাধ্যমতো চেষ্টা করছি।
যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তার সুফল দ্রুতই মিলবে।
এদিকে, দেশের অর্থনীতি গতিশীল রাখতে করের হার নয়, করদাতার সংখ্যা বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর আদায়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘হয়রানি কমিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে আয়কর আদায় বাড়াতে হবে। '