পিরোজপুরের সদর উপজেলায় আগুনে পুড়ে সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল (২৮) ওই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই নাসির উদ্দিন বলেন, সোহেলের ঘরে আগুন দেখতে পেয়ে ভোরে আমার স্ত্রী ঘুম থেকে ডেকে তোলেন। পরে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নিভানোর চেষ্টা করেন। তবে ঘরে ঘুমিয়ে রয়েছে সোহেল। এ সময় তাকে উদ্ধারে বেশ কয়েকবার ঘরে ঢুকার চেষ্টা করেও ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভালে ঘর থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুর রশিদ হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে ঘরে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত।